Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টি ও ফল পাঠালেন প্রধানমন্ত্রী


২৫ মে ২০২০ ১২:৩২ | আপডেট: ২৫ মে ২০২০ ১৬:১৯

ঢাকা: মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবনে বসবাসরত যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের জন্য ঈদুল ফিতর উপলক্ষে মিষ্টি ও ফল পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৫ মে) সকালে তিনি এসব উপহার পাঠান।

প্রধানমন্ত্রীর পক্ষে এসব উপহারসামগ্রী হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু, প্রধানমন্ত্রীর প্রোটোকল কর্মকর্তা এস এম খুরশিদ উল আলম, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রীর কর্মকর্তারা করোনাভাইরাসের মহামারি থেকে দেশবাসিকে রক্ষা ও এ সংকট থেকে আশু উত্তরণের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

এসময় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন মুক্তিযোদ্ধারা।

প্রধানমন্ত্রী মিষ্টি ও ফল মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর