Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ জামাতে সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু


২৫ মে ২০২০ ১৬:১৪

সিরাজগঞ্জ: ঈদুল ফিতরের নামাজ চলাকালে সেজদারত ইমাম আইউব আলীর (৭০) মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজের প্রথম জামাতের সময় এ ঘটনা ঘটে।

ইমাম আইউব আলী শেলাচাপরী গ্রামের গ্রামের মৃত দেরাজ আলী মুন্সির ছেলে।

শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, সকাল সাড়ে আটটার সময় নামাজের ইমাম ছিলেন আইউব আলী। নামাজ শুরুর করার পর প্রথম রাকাতের দ্বিতীয় সিজদায় গিয়ে আর না উঠলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইমাম আইউব আলীর।

তিনি উপজেলার নন্দলালাপুর আলিম মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ইমামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

টপ নিউজ নামাজ মৃত্যু সেজদা

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর