Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে নতুন করে আরও ৪১ করোনা রোগী শনাক্ত


২৬ মে ২০২০ ০০:৩৪

সিলেট: সিলেট বিভাগে নতুন করে আরও ৪১ জন করোনা রোগী শনাক্ত করা হয়ে। তাদের মধ্যে সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৯ জন। বাকিরা হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার। এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৭ জন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকার আইইডিসিআরের ল্যাবে পরীক্ষার পর রোগী শনাক্ত হয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন, ওসমানীর ল্যাবে সোমবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

এছাড়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবের ১৫০ জনের নমুনা পরীক্ষার পর আট জনের রিপোর্ট পজেটিভ এসেছে। তারা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

এদিকে ঢাকার রিপোর্টে হবিগঞ্জে ৫ জন ও মৌলভীবাজারে ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

করোনা রোগী সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর