Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড-১৯: চট্টগ্রামে ৩২৫ জনের নমুনা পরীক্ষায় ১৭৯ জন শনাক্ত


২৬ মে ২০২০ ০০:৩৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৭৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬৭ জন চট্টগ্রাম মহানগরীর এবং ১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সোমবার (২৫ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৩২৫টি নমুনা পরীক্ষায় ১৭৯ জনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সারাবাংলাকে জানিয়েছেন, চট্টগ্রাম ও কক্সবাজার মিলিয়ে চারটি ল্যাবের মধ্যে দুটিতে ঈদুল ফিতরের বন্ধের কারণে সোমবার নমুনা পরীক্ষা হয়নি। এগুলো হচ্ছে, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও কক্সবাজার মেডিকেল কলেজ।

চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-তে ৫৫ জনের নমুনা পরীক্ষা হলেও একটিতেও করোনার সংক্রমণ শনাক্ত হয়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে শনাক্তদের মধ্যে মহানগরীর ১৬৭ জন ছাড়াও পটিয়া উপজেলায় পাঁচ জন, সাতকানিয়ায় এক জন, আনোয়ারা, চন্দনাইশ ও হাটহাজারীতে দুই জন করে আছেন।

চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ১ হাজার ৮৮৭ জনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। মারা গেছেন ৬০ জন এবং সুস্থ হয়েছেন ১৭৯ জন।

করোনা কোভিড

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর