বগুড়ায় হঠাৎ বেড়ে যাওয়া করোনা সংক্রমণের হার কমেছে
২৬ মে ২০২০ ১১:০০
বগুড়া: বগুড়ায় হঠাৎ করে বেড়ে যাওয়া সংক্রমণের হার গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন চিকিৎসকসহ আরও আটজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (২৫ মে) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করে জানান।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলার চারজন, সোনাতলার দুজন, সারিয়াকান্দি ও নন্দীগ্রামের একজন করে। সদরের চারজনের মধ্যে দুজন নাটাইপাড়ার। এছাড়া একজন উপশহরের বাসিন্দা। তিনি পেশায় চিকিৎসক। বাকি একজন কৃষ্ণপুর এলাকার। সোনাতলা দুইজনের মধ্যে একজনের বাসা পাকুল্লায়। তিনি রংপুর ফেরত। অপরজন আগুনেতাইর এলাকার। সারিয়াকান্দির একজনের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে তিনি নন্দীগ্রামের চিকিৎসক। তিনি শজিমেকে দায়িত্বে আছেন। তিনি স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।
ডা. মোস্তাফিজুর রহমান আরও জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে বগুড়ার ৭৬ জনের মধ্যে আটজনের করোনা পজিটিভ। বাকি ১৮টি জয়পুরহাটের, যার সবগুলো নেগেটিভ।
ডেপুটি সিভিল সার্জন জানান, এ পর্যন্ত বগুড়ায় মোট আক্রান্ত ১৭৯ জন হলেন। এর মধ্যে ১৬ জন সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন। একজনের মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ১৬২জন।