লক্ষ্মীপুর: করোনা উপসর্গ নিয়ে ঈদের দিন ঢাকা থেকে আসা লক্ষ্মীপুরের বিরাহিমপুর গ্রামে মারা গেছেন ব্যবসায়ী জহুর আহম্মদ। মঙ্গলবার (২৬ মে) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন আব্দুল গফফার।
লক্ষ্মীপুর পোদ্দার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, বাড়ি ফেরার পরপরই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। করোনা উপসর্গ থাকায় ঈদের দিন রাতেই অত্যন্ত সতর্কতার সঙ্গে তাকে দাফন করা হয়েছে।
জেলা সিভিল সার্জন আব্দুল গফফার জানান, করোনা পরীক্ষার জন্য মৃত ব্যক্তিসহ দুই জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া ওই বাড়ি লকডাউন করা হয়েছে।
জানা গেছে, জহুর আহম্মদ সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের দেওয়ান বাড়ির হোসেনের ছেলে ও ব্যবসায়ী ছিলেন। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিনি ঢাকা থেকে ঈদের দিন জ্বর, সর্দি, কাশি নিয়ে বাড়ি আসেন এবং ঈদের দিন বিকেলে মারা যান।
জেলা সিভিল সার্জন আব্দুল গফফার জানান, করোনা পরীক্ষার জন্য মৃত ব্যক্তিসহ দুই জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া ওই বাড়ি লকডাউন করা হয়েছে।