Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বদলি হচ্ছেন স্বাস্থ্য সচিব


২৭ মে ২০২০ ১২:৫৭ | আপডেট: ২৭ মে ২০২০ ১৬:১৩

ঢাকা: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে বদলি করা হচ্ছে। তার জায়গায় ভূমি মন্ত্রণালয়ের একজন সচিবকে পদায়ন করা হতে পারে।

স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সচিবালয়ের একাধিক সূত্র সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রগুলো জানিয়েছে, দুয়েকদিনের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

সূত্রগুলো বলছে, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রামের সাবেক বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নানকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে।

এদিকে, স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামকে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সরিয়ে দিয়ে পরিকল্পনা কমিশনে পদায়ন করা হতে পারে বলে জানা গেছে।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই আলোচনায় রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন শাখা। করোনা সংকট মোকাবিলার নেতৃত্বে থাকায় সংশ্লিষ্ট বিভাগ হিসেবে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলামও ছিলেন আলোচনায়।

আসাদুল ইসলাম বদলি ভূমি সংস্কার বোর্ড স্বাস্থ্য সচিব স্বাস্থ্যসেবা বিভাগের সচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর