ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
সিলেট : ক্যাম্পাসকে শতভাগ নিরাপত্তা বলয়ে নিয়ে আসার পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে জঙ্গিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।
তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে কীভাবে সবার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া যায় এবং এ ব্যাপারটাকে আরও শক্তিশালী করা যায় এর জন্য কাজ করছি। যার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে চিঠি দিয়েছি যেন এখানে আর কোনো জঙ্গিদের অবস্থান না থাকে।
রোববার বিকেলে ভিসি কনফারেন্স হলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ড. জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর তাকে হত্যার উদ্দেশ্যে এসেছিল। কিন্তু সে সফল হতে পারেনি।
হামলার সময় ড. জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের দায়িত্বে অবহেলার বিষয়ে প্রশ্ন করা হলে ভিসি জানান, তিনি এক্ষেত্রে পুলিশের কোনো অবহেলা দেখেননি। তারপরও পুলিশের আইজির সঙ্গে তার কথা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
সারাবাংলা/টিএম