Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফল গাছের সাথে এ কেমন শত্রুতা!


২৮ মে ২০২০ ০৩:০৪

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রুন ইউনিয়নের মোহাজিরাবাদ এলাকায় একটি লেবু বাগানের প্রায় ২৫০টি ফলযুক্ত লেবু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে বাগান মালিকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই বাগান মালিকের। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন তিনি।

লেবু বাগান মালিক ইদ্রিস জানান, কে বা কারা রাতের অন্ধকারে ফলসহ তার বাগানের প্রায় ২৫০টি লেবু গাছ কেটে ফেলেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, কষ্ট করে চাকরির পেছনে না দৌড়িয়ে উদ্যোক্তা হওয়ার জন্য বাগানটি নিজ সন্তানের মতো গড়ে তুলেছি। কিন্তু দুর্বৃত্তরা আমার বড় ক্ষতি করে ফেললো। আমাকে পথে বসিয়ে দিলো।

ইদ্রিসের বড় ভাই ছাত্রলীগ নেতা আবেদ হোসেন বলেন, এমন জঘন্য কাজ কেউ করতে পারে, ভাবতে পারছি না। গাছের সাথে শত্রুতা? এটা কিভাবে মেনে নেওয়া যায়? ইদ্রিস চাকরির পেছনে না ছুটে দিনরাত পরিশ্রম করে এই লেবু বাগানটি গড়ে তুলেছে। ঠিক মৌসুমের সময়টাতেই তার বাগানের এত বড় ক্ষতি করলো দুর্বৃত্তরা। তিনি দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সোহেল রানা বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিস্তারিত ব্যবস্থা নেওয়া হবে।

লেবু গাছ লেবু গাছ কেটেছে দুর্বৃত্তরা

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর