Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনে ঝলমলে রোদ, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা


২৮ মে ২০২০ ১০:৫৭

ঢাকা: আম্পান পরবর্তী সময়ে সারা দেশেই টানা বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও মাঝারি আকারের ঝড়ও হয়েছে। এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৮ মে) দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর রাজধানী ঢাকায় দিনে রোদ আর রাতে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

দেশের প্রতিটি নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেতও দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। বিকেলের পর বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এদিকে বায়ু চাপের তারতম্যের আধিক্য থাকার কারণে সাগর আজও উত্তাল রয়েছে। সাগরে মাছ ধরাসহ এ ধরনের কাজ বিঘ্নিত হবে বলেই তিন নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। পশ্চিমা লঘুচাপ এবং বায়ু চাপের যে বিন্যাস, তাতে দেখা যায় যে বাংলাদেশসহ আশপাশের এলাকায় জলীয় বাস্পের জোগান হচ্ছে। এই জোগান থেকেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে বলে জানায় আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

আবহাওয়ার পূর্বাভাস ঝড়-বৃষ্টি রোদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর