Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে করোনা উপসর্গ নিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু


২৮ মে ২০২০ ১২:০৯

বরিশাল: জেলার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সোহেল মাহমুদ (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোহেল বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং অ্যান্ড ওয়েলফেয়ারে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাংগাশিয়া গ্রামে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডায়াবেটিকস, জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে বুধবার রাত ৯টার সোহেল মাহমুদকে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তবে সোহেল মাহমুদ করোনা আক্রান্ত ছিলেন কিনা সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর পর পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

করোনা ওয়ার্ড বরিশাল মেট্রোপলিটন পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর