Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশেদ চিশতীর জামিন নিয়মিত বেঞ্চে শুনানি পর্যন্ত স্থগিত


২৮ মে ২০২০ ১৭:২৫

ঢাকা: ফারমার্স ব্যাংকে অর্থ কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকটির সাবেক পরিচালক রাশেদুল হক চিশতীর জামিন নিয়মিত বেঞ্চে শুনানি পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৮ মে) বিচারপতি জাহাঙ্গীর হোসেনের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, গত ২০ মে রাশেদ চিশতীর জামিন আজ ২৮ মে পর্যন্ত স্থগিত করেছিলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেনের ভার্চুয়াল বেঞ্চ। সেই স্থগিতাদেশ বাড়িয়ে নিয়মিত বেঞ্চে শুনানি পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান।

মামলার বিবরণে জানা যায়, প্রায় ১৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৮ সালের ১০ এপ্রিল গুলশান থানায় মো. মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, স্ত্রী রোজী চিশতী, ছেলে রাশেদুল হক চিশতী, ব্যাংকটির ফার্স্ট প্রেসিডেন্ট মুহাম্মদ মাসুদুর রহমান খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া উদ্দিন আহমেদ এবং ব্যাংকটির গুলশান করপোরেট শাখার সাবেক ব্যবস্থাপক ও বর্তমান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলায় আসামির বিরুদ্ধে ১৫৯ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৪২ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়। নিম্ন আদালত এ মামলায় রাশেদ চিশতীকে জামিন দিলেও হাইকোর্টে তা স্থগিত হয়ে যায়।

জামিন স্থগিত ফারমার্স ব্যাংকে অর্থ কেলেঙ্কারি রাশেদ চিশতী রাশেদুল হক চিশতী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর