‘মাসের পর মাস বন্ধ রেখে একটি দেশ টিকতে পারে না’
২৮ মে ২০২০ ১৮:০৩
চট্টগ্রাম ব্যুরো: মাসের পর মাস অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ রেখে একটি দেশ টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ হলে করোনা ভাইরাসের সংক্রমণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া খেলোয়াড়দের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘করোনাভাইরাস খুব সহজে পৃথিবী থেকে যাবে বলে মনে হচ্ছে না। কিন্তু এজন্য দীর্ঘদিন, মাসের পর মাস সবকিছু বন্ধ করে রেখে একটি দেশ চলতে পারে না। অর্থনৈতিক কর্মকাণ্ড মাসের পর মাস বন্ধ রেখে কোন দেশ টিকে থাকতে পারেনা। উন্নত দেশগুলোতেও আস্তে আস্তে নানা কর্মকাণ্ড শুরু করা হয়েছে, মানুষ কাজে ফিরে গেছে। আমাদেরও ধীরে ধীরে সেই কাজটি করতে হবে।’
‘তবে মাথায় রাখতে হবে সেই কাজটি করতে গিয়ে আমরা যেন আবার জনসমাগম না করি এবং শারীরিক দূরত্ব বজায় রাখি। মনে রাখতে হবে আমার সুরক্ষা আমার হাতে।’ বলেন মন্ত্রী
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেনায় এবার যে ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়েছে, এটা দেশের মধ্যে একটা দৃষ্টান্ত তৈরি করেছে। মানুষ সরকারের কাছে চায়নি, কিন্তু তাদের মোবাইলে টাকা পৌঁছে গেছে। প্রায় ৭ কোটি মানুষকে সরকারি সহায়তা দেওয়া হয়েছে। মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের টাকা দেওয়া হয়েছে। এভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনার নজির বিশ্বেও নেই। সরকারের পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে সারাদেশে প্রায় এক কোটি বিশ লক্ষ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেয়া হয়েছে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দেশ কোটি কোটি খেটে খাওয়া মানুষের দেশ। করোনাভাইরাসের কারণে দুই মাসের বেশি বাংলাদেশে প্রায় সব কর্মকাণ্ড বন্ধ। অনেকে অনেক শঙ্কা-আশঙ্কার কথা বলেছিলেন, সেগুলো মিথ্যা প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আল্লাহর রহমতে একজন মানুষও অনাহারে মারা যায়নি।’
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা বিশ্বজিৎ বণিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলম তালুকদার এবং উপজেলা যুবলীগের সভাপতি আরজু সিকদার ছিলেন।