ডা. জাফরুল্লাহ’র রোগমুক্তি কামনায় সৈয়দ রেজাউল করীম
২৮ মে ২০২০ ২০:১৭
ঢাকা: নোবেল করোনভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর রোগ মুক্তি কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বৃহস্পতিবার (২৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ রোগমুক্তি কামনা করেন।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশের মানুষের চিকিৎসাসেবা দেওয়ার জন্য অক্লান্ত মেহনত করছেন। তার পৃষ্টপোষকতায় একদল গবেষক করোনারভাইরাস শনাক্তকরণ কিট আবিষ্কার করেছেন। অবশেষে তিনি নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ’
তিনি বলেন, ‘জনগণ জানতে চায় কোন অজ্ঞাত কারণে সরকার এখনো গণস্বাস্থ্য কেন্দ্র আবিষ্কৃত কিট ব্যবহারের অনুমতি দেয়নি? দেশের এই ক্রান্তিলগ্নে গণস্বাস্থ্য কেন্দ্র আবিষ্কৃত কিট কাজে লাগাতে পারলে দেশ ও জাতি উপকৃত হতো।’