এবার করোনায় প্রাণ গেলো পুলিশের এসআই রাসেলের
২৮ মে ২০২০ ২০:৪২
ঢাকা: চলমান করোনাযুদ্ধে দেশ এবং জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে এবার প্রাণ দিলেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল বিশ্বাস (৩৫)। এ নিয়ে করোনায় বাংলাদেশ পুলিশের ১৫ জন সদস্য মৃত্যুবরণ করলেন।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে পুলিশ সদর দফতরের মিডিয়া শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই মো. রাসেল বিশ্বাস বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
সোহেল রানা জানান, গত ২৪ মে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ (কোভিড-১৯) ধরা পড়ে। এরপর থেকে তিনি পুলিশের ভাড়া করা বেসরকারি ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২৮ মে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি বলেন, ‘দেশের জন্য এসআই রাসেলের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। সেইসঙ্গে দেশমাতৃকার সেবায় তার এমন আত্মত্যাগে বাংলাদেশ পুলিশ গর্বিত। তাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবে বাংলাদেশ পুলিশ।’
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মো. রাসেল বিশ্বাসের মরদেহ গ্রামের বাড়ি বাগেরহাটে পাঠানো হয়েছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় রীতি অনুযায়ী তার দাফন করা হবে।