Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে নবনিযুক্ত বিহারাধ্যক্ষের অভিষেক অনুষ্ঠিত


২৯ মে ২০২০ ০৪:৩৫

বান্দরবান: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানের রাজগুরু বৌদ্ধ বিহারের নবনিযুক্ত বিহারাধ্যক্ষ জ্ঞানপ্রিয় মহাথেরের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকালে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বান্দরবান সদরের ঐতিহ্যবাহী রাজগুরু বৌদ্ধ বিহারে বিহারাধ্যকে বরণ করে নেয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

বৌদ্ধ ধর্ম বিশ্বাসীরা এসময় বিহারের মূল ফটক থেকে নবনিযুক্ত বিহারাধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে নেয় এবং ধর্মীয় আচার
অনুষ্ঠান শেষে তার হাতে রাজগুরু বৌদ্ধ বিহারের দায়িত্ব অর্পণ করেন। অভিষেক অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বোমাং রাজা উ চ প্রু,পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, রাজকুমার সাচিংপ্রু জেরী, রাজপুত্র সাচিং প্রু বনিসহ বৌদ্ধ ধর্মের অনেকেই উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,নবনিযুক্ত বিহারাধ্যক্ষ জ্ঞানপ্রিয় মহাথের বান্দরবানের প্রয়াত ১৩তম বোমাং রাজা ক্য জ সাই চৌধুরীর নাতি। তিনি এর আগে চট্টগ্রামের নন্দন কানন বৌদ্ধ বিহারে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের ১৩ এপ্রিল বান্দরবানের রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ উ প ঞ ঞা জোত মহাথের (উচহ্লা ভান্তে) মারা যাওয়ার পর বান্দরবানের রাজপরিবার ও প্রশাসনের সিদ্ধান্তে জ্ঞানপ্রিয় মহাথেরকে তার পদে নিযুক্ত করা হয়।


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর