মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে ‘মানুষের প্রচুর চাপ’
২৯ মে ২০২০ ১৫:১৫
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং শিমুলিয়া ফেরিঘাটে মানুষের ভিড় বেড়েছে। শুক্রবার (২৯ মে) ভোর থেকেই দক্ষিণবঙ্গ থেকে কাঁঠালবাড়ি ঘাট হয়ে ঈদ শেষে ঢাকায় কর্মস্থলে ফেরা ‘মানুষের প্রচুর চাপ’ দেখা দেছে।
আবার শিমুলিয়া ঘাট হয়ে ফেরি দিয়ে ঢাকা থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার মানুষের চাপও রয়েছে। ভোর থেকেই এই নৌরুটে চারটি রো রো ফেরিসহ মোট ১২ ফেরি চলছে। তারপরও ঘাটে পারাপারের অপেক্ষায় ছোট ও পণ্যবাহী মিলিয়ে দেড় শতাধিক গাড়ি রয়েছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার মো. ফয়সাল জানান, শুক্রবার ভোর থেকে ঢাকায় কাঁঠালবাড়ি ঘাট থেকে আসা মানুষের প্রচণ্ড চাপ রয়েছে। ঘাট দিয়ে লঞ্চ ও সি বোট বন্ধ থাকায় ফেরিতে মানুষের ভিড় বেড়েছে। মানুষের পাশাপাশি ছোট গাড়ি ও পণ্যবাহী গাড়ির চাপ রয়েছে।
তবে শুক্রবার ঘাটে গাড়ি ও মানুষের চাপ এমনিতেই একটু বেশি থাকে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পর্যাপ্ত পরিমাণ ফেরি থাকায় মানুষ ঘাটে আসার সাথে সাথেই পার হতে পারছে। ভোর থেকে এ নৌরুটে ১২টি ফেরি চলছে। আরও দুটি ফেরি তৈরি আছে, চাপ বাড়লে ওই দুটো ফেরিও চালানো হবে।’