Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাফর ইকবালের ওপর হামলা: শাবিপ্রবিতে ৩ সদস্যের তদন্ত কমিটি 


৪ মার্চ ২০১৮ ২০:২৫ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৪৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সিলেট: সাহিত্যিক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর গত শনিবার হামলার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। রোববার বিশ্ববিদ্যালয়টির ভিসি প্রফেসর ফরিদ উদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করছেন।

তিনি জানান, জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটির প্রধান হলেন সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আব্দুল গণি। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— রসায়ন বিভাগের প্রফেসর ড. সাইফুল ইসলাম ও সিএসই বিভাগের প্রফেসর ড. শহীদুর রহমান।

শনিবার বিকেলে মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই হামলা হয়। পেছন থেকে তার মাথার ছুরিকাঘাত করা হয়। পরে দ্রুত তাকে সিলেটে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে অস্ত্রোপচার করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাতেই এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নিয়ে আসা হয়।

সারাবাংলা/টিএম/আইজেকে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর