Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ দিনে ভার্চুয়াল কোর্টে ২১ হাজার আসামির জামিন


২৯ মে ২০২০ ২১:০৭

ঢাকা: সারাদেশের সব অধস্তন আদালতে গঠিত ভার্চুয়াল কোর্টে ১০ কার্যদিবসে ২০ হাজার ৯৩৮ আসামির জামিন মঞ্জুর হয়েছে। আর জামিন আবেদনের শুনানি হয়েছে ৩৩ হাজার ২৮৭টির।

শুক্রবার (২৯ মে) সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন আদালত বন্ধ থাকায় গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপর থেকে ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়। সারাদেশের সবগুলো ভার্চুয়াল কোর্টে ১০ কার্যদিবসে ৩৩ হাজার ২৮৭টি আবেদনের শুনানি নিয়ে ২০ হাজার ৯৩৮ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।

এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগে চারটি ভার্চুয়াল বেঞ্চেও জামিনসহ রিট মামলার শুনানি হয়েছে।

এর আগে, গত ৯ মে ভার্চুয়াল কোর্টের শুনানির জন্য অধ্যাদেশ জারি করা হয়। পরদিন ১০ মে উচ্চ আদালতের সব বিচারপতিদের নিয়ে ভিডিও কনফারেন্সে ফুল কোর্ট সভা করেন প্রধান বিচারপতি। এরপর উচ্চ আদালতসহ অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। তারপর থেকে উচ্চ আদালতসহ সারাদেশে ভার্চুয়াল কোর্টে বিচার কাজ শুরু হয়।

জামিন মঞ্জুর জামিন শুনানি ভার্চুয়াল আদালত ভার্চুয়াল কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর