Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় মৃত্যু ২৮, শনাক্ত ১৭৬৪ জন


৩০ মে ২০২০ ১৪:৫৪

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো এক হাজার ৭৬৪ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৬০৮ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ২৮ জন। এ পর্যন্ত মারা গেছেন ৬১০ জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৬ জন, দুইজন মারা গেছেন বাসায়।

করোনাভাইরাস বিষয়ে নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বিজ্ঞাপন

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৪৪৩ জনের। এর মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৯৮৭ জনের।

ব্রিফিংয়ে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৯ হাজার ৩৭৫ জন।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, মৃতদের মধ্যে ২৫ জন পুরুষ, তিনজন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১৮ জন, চট্টগ্রামে ৭ জন, রংপুর বিভাগে ২ জন ও সিলেট বিভাগে একজন। মৃতদের মধ্যে ঢাকা সিটির বাসিন্দা রয়েছেন ১০ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে রয়েছেন চারজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে চার জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয় জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ছয় জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিন জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন।

করোনা আক্রান্ত করোনাভাইরাস কোভিড-১৯ টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

২ দিনে আয় ২৮৯ কোটি টাকা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩২

মৌসুমী হামিদের সংসার যেমন চলছে
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৬

সম্পর্কিত খবর