আনসার আল ইসলামের সামরিক শাখার কমান্ডার গ্রেফতার
৪ মার্চ ২০১৮ ২০:৩৮ | আপডেট: ৪ মার্চ ২০১৮ ২০:৪৩
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
নারায়ণগঞ্জ : রাজধানীর টিকাটুলী থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সামরিক শাখার কমান্ডার সাদমান রাহিক ওরফে জাবিরকে গ্রেফতার করেছে র্যাব-১১। রোববার (০৪ মার্চ) ভোরে প্যারামাইন্ট কনকর্ড এর একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুপুরে ১০ দিনের রিমান্ডের আবেদন করে তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুনের আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড দেয়।
জাবিরের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় নাশকতা ও জঙ্গি তৎপরতার অভিযোগে মামলা রয়েছে।
র্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক আলেপ উদ্দিন জানান, সাদমান রাহিক ওরফে জাবির ২০১০ সাল থেকে জঙ্গি মতাদর্শে উদ্বুদ্ধ হয়। ২০১৪ সাল থেকে সে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সামরিক শাখার মাসুল বা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছে। পাশাপশি বিভিন্ন স্থানে সদস্য সংগ্রহের কাজও করছিল। বর্তমানে তার দুই শিক্ষাগুরু জুন্নুন শিকদার সিরিয়ায় এবং আবু তাহের সুমন আফগানিস্তানে যুদ্ধে অংশ নিচ্ছে। মূলত: এই দুইজনের কাছ থেকেই সে সামরিক প্রশিক্ষণ নিয়েছিল।
সাদমান রাহিক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হাটহাজারী গ্রামের আবদুস সোবহানের একমাত্র সন্তান। বাবা মায়ের সাথে দীর্ঘদিন যাবত রাজধানীর টিকাটুলীতে বসবাস সে করছে।
সারাবাংলা/টিএম