Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ জুন পর্যন্ত সুপ্রিম কোর্টে ভার্চুয়াল বেঞ্চে শুনানি


৩০ মে ২০২০ ১৭:০৪

ঢাকা: আগামী ১৫ জুন পর্যন্ত হাইকোর্ট ও আপিল বিভাগ ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (৩০ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে নিম্ন আদালতের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, শিগগিরই সেটিও জানিয়ে দেয়া হবে বলে জানান, সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান।

মহামারি করোনার কারণে গত ২৬ মার্চ থেকেই বন্ধ রয়েছে দেশের সব আদালত। তবে গত ১১ মে থেকে দেশব্যাপি চালু হয় ভার্চুয়াল কোর্ট। এরপর থেকে জামিনসহ জরুরি মামলাসমূহ ভার্চুয়াল কোর্টেই নিষ্পত্তি হয়ে আসছে।

করোনাভাইরাস জনিত কোভিড-১৯’র বিস্তার রোধ ও পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে আগামী ৩১ মে থেকে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে অফিস ও জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আপাতত ১৫ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে ঘোষণা করা হয়।

করোনার কারণে সরকারি ছুটির সাথে সাথে গত ২৬ মার্চ থেকে সব আদালতে ছুটি ঘোষণা করা হয়। এরপর কয়েক দফা বাড়িয়ে তা ৩০ মে পর্যন্ত তা বাড়ানো হয়।

আপিল বিভাগ ভার্চুয়াল সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর