Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এডি-৮ খাল’ খনন কাজের উদ্বোধন করলেন মেয়র আতিক


৩০ মে ২০২০ ১৮:০৬

ঢাকা: রাজধানীর কসাইবাড়ি-আশকোনা-কাঊলা-বনরূপা হাউজিং এলাকার জলাবদ্ধতা নিরসনে সিভিল এভিয়েশনের অধীনে থাকা ‘এডি-৮ খাল’ খনন কাজের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (৩০ মে) দুপুরে সিভিল এভিয়েশনের কবরস্থান এলাকায় (লা মেরিডিয়ান হোটেলের বিপরীত পাশে) ‘এডি-৮’ নামের একটি খাল খনন কাজের উদ্বোধন করেন তিনি। খনন শেষ হলে আশকোনা হজ ক্যাম্পের পাশ থেকে শুরু করে বনরূপা হাউজিং পর্যন্ত ১.৮ কিলোমিটার দীর্ঘ খালের বিভিন্ন জায়গায় পানি প্রবাহের প্রতিবন্ধকতা দূর হবে এবং কসাইবাড়ি, আশকোনা, কাউলা, বনরূপা হাউজিং এলাকার জলাবদ্ধতা অনেকাংশে দূর হবে।

বিজ্ঞাপন

খনন কাজের উদ্বোধনকালে মেয়র বলেন, ‘আপনারা জানেন আশকোনা, প্রেমবাগান, হজ ক্যাম্পের সামনে বৃষ্টি হলেই পানি জমে যায়। এজন্য এলাকার জনগণ আমাদের দায়ী করছেন। ঢাকার এ অংশটি টোটাল আনপ্ল্যানন্ড, যার-যার মতো করে বাসাবাড়ি, হাউজিং ইত্যাদি করে নিয়েছে। কিন্তু কোন দিক দিয়ে পানি নিষ্কাশন হবে সে চিন্তা করেনি। আলটিমেটলি জনগণের দুর্ভোগ হচ্ছে। হাউজিং কোম্পানিগুলো বিভিন্ন সিটি করছে, বিজ্ঞাপন দিচ্ছে, কিন্তু পানি নিষ্কাশনের জন্য কোনো সিটি কাজ করেনি।’

খাল খনন উদ্বোধনকালে অন্যদের মধ্যে- ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাঈম ও ডি এম শামীম উপস্থিত ছিলেন।

এডি-৮ খাল জলাবদ্ধতা মেয়র আতিকুল ইসলাম সিভিল এভিয়েশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর