Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাক্তার আসার কথা শুনে বাড়ি থেকে পালিয়েছেন করোনা রোগী


৩০ মে ২০২০ ২০:১২

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে করোনা পজিটিভ হওয়ার পর তাকে আইসোলেশনে রেখে চিকিৎসার জন্য নিতে গেলে ডাক্তার যাওয়ার কথা শুনে বাড়ি ছেড়ে পালিয়েছেন রুহুল আমিন নামে এক যুবক।

শুক্রবার রাতে তার করোনা পজিটিভ এলে সে বাড়ি থেকে পালিয়ে যান। গত দুইদিনের ওই রোগীর সন্ধান মেলেনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী।

তিনি জানান, গত ৫ দিন আগে গাজীপুর থেকে জ্বর নিয়ে বাড়িতে আসেন রুহুল আমিন। বিষয়টি জানতে পেরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। গতকাল শুক্রবার রাতে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্তের রিপোর্ট আসে। এরপর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পুলিশের একটি দল ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিয়ে তার বাড়ির উদ্দেশে রওনা দিলে ওই রোগী ডাক্তারের উপস্থিতি জানতে পেরে পালিয়ে যান। তাকে আশেপাশে এলাকায় এবং তার আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজা হচ্ছে।

রুহুল আমিন বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের একইর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

করোনাভাইরাস কোভিড-১৯ টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর