Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেভাবে জানা যাবে এসএসসি’র ফলাফল


৩০ মে ২০২০ ২১:০৫

ঢাকা: আগামীকাল রোববার (৩১ মে) প্রকাশিত হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল ও ফলের পরিসংখ্যান প্রকাশ করবেন।

এবছর প্রথমবারের মতো এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে না, শুধু ডিজিটালি ফল প্রকাশ করা হবে। অনলাইনে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে এবং মুঠোফোনে ফল জানা যাবে।

বিজ্ঞাপন

এসএসসি’র ফল কাল

আন্তঃশিক্ষাবোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘যেসব পরীক্ষার্থীরা ফল পেতে রেজিস্ট্রেশন করেছে তাদের কাছে জিপিএ গ্রেডসহ সরাসরি ফল চলে যাবে। অন্যরা ওয়েবসাইটে ঢুকে ফল দেখবে।’ এছাড়া টেলিটকের এসএমএস-এর মাধ্যমেও ফল জানা যাবে।

এসএমএসে ফল জানতে প্রথমে পরীক্ষার নাম SSC, এরপর বোর্ডের নাম, এরপর পরীক্ষার রোল নং, পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। তাহলে ফিরতি এসএমএসে ফল চলে আসবে পরীক্ষার্থীর ফোনে।

এছাড়াও দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোতে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

এসএসসি পরীক্ষার ফল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর