Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় মারা গেলেন নার্সিং কর্মকর্তা রুহুল আমীন


৩০ মে ২০২০ ১৫:২৫ | আপডেট: ৩১ মে ২০২০ ০১:১৬

সিলেট: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সিং কর্মকর্তা রুহুল আমীন।

শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সিলেটে কোভিড হাসপাতাল হিসেবে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে ব্যবহার করা হচ্ছে। এ হাসপাতালে দায়িত্ব পালন করতে গিয়েই আক্রান্ত হন ব্রাদার রুহুল আমীন। পরে তাকে ২২ মে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। শুক্রবার বিকেলে তার শ্বাসকষ্ট তীব্র হলে আইসিইউতে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিতে মারা যান তিনি।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বলেন, রুহুল আমীনের মৃত্যুতে সিলেটের নার্স সমাজে শোকের ছায়া নেমে এসেছে। আমরা অত্যন্ত ব্যথিত। তারপরও সিলেটের নার্সরা কোভিড রোগীদের সেবা দিয়ে যাবেন। তিনি সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ জানান।

এদিকে, ব্রাদার রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। মন্ত্রী শনিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেককে ফোন করে রুহুল আমীনের খোঁজ-খবর নেন। এ সময় মন্ত্রী তার রূহের মাগফেরাত কামনা করেন।

ফোন করে খোঁজ-খবর নেওয়ায় পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নেতারা। অ্যাসোসিয়েশনের সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক এক বিবৃতিতে বলেন, সিনিয়র স্টাফ নার্স রুহুল আমিনের মৃত্যুর খবর পেয়ে পররাষ্ট্রমন্ত্রী ফোনে খোঁজ-খবর নিয়েছেন। সহকর্মী নার্সদের সান্ত্বনা দিয়েছেন। রুহুল আমিনের পরিবারেরও খোঁজ-খবর নিয়েছেন, তাদের জন্য দোয়া করেছেন। নার্সদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর এই আন্তরিকতার জন্য নার্স নেতারা তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছে।

বিজ্ঞাপন

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু নার্সিং কর্মকর্তা ব্রাদার রুহুল আমীন