Saturday 19 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাফর ইকবালকে হত্যা চেষ্টার প্রতিবাদে অস্ট্রেলিয়াতে মানববন্ধন


৪ মার্চ ২০১৮ ২১:১৫

অস্ট্রেলিয়া থেকে

শিক্ষাবিদ ড. জাফর ইকবালকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন এবং মৌন মিছিল করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা। মানববন্ধনে শিঘ্রই হত্যাচেষ্টার মদতদাতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়নের দাবি করা হয়।

বিকেলে সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাকেম্বাতে এই মানব বন্ধনের আয়োজন করা হয়।

সাংবাদিক হাসান তারিকের সঞ্চালনায়, প্রতিবাদ সমাবেশে অংশ নেন প্রবাসী লেখক, পাঠক, সাংবাদিক, রাজনীতিবিদসহ মুক্তমনা মানুষেরা।

 

 

বক্তারা বলেন, যারা দেশকে ধর্মান্ধ রাষ্ট্রে পরিণত করতে চায়, এটা তাদেরই অপচেষ্টা। শিঘ্রই হত্যা চেষ্টায় আটক এবং তার মদতদাতাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করতে হবে। পাশাপাশি মুক্তমনা ও বুদ্ধিজীবীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও বেশি পদক্ষেপ নেয়ারও দাবি জানান তারা।

প্রতিবাদের এ আয়োজনে সংহতি জানান, সাংবাদিক আবু আরেফিন, অজয় দাশ গুপ্ত, হুমায়ূন রেজা, লেখক আবুল হাসনাত মিল্টন, শাখাওয়াত নয়ন, সংগঠক নোমান শামীম, শাওন অরিজিতসহ প্রায় অর্ধশত প্রবাসী বাংলাদেশি।

পরে হত্যা চেষ্টার প্রতিবাদে মাথা নত করে এক মিনিট দাঁড়িয়ে থাকেন অংশগ্রহণকারীরা। মানববন্ধন শেষে, মৌনমিছি নিয়ে  লাকেম্বা রেলওয়ে প্যারেড প্রদক্ষিণ করেন সিডনী প্রবাসী বাংলাদেশিরা।

সারাবাংলা/এমআই/জেডএফ

বিজ্ঞাপন
সর্বশেষ

কামাল আহমেদ মজুমদার গ্রেফতার
১৯ অক্টোবর ২০২৪ ০১:৪০

সম্পর্কিত খবর