Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেই কাউন্সিলর খোরশেদ নিজেই করোনায় আক্রান্ত


৩০ মে ২০২০ ২৩:১৭

নারায়ণগঞ্জ: করোনাভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের স্বজনরা এগিয়ে না এলেও তাদের সৎকারে এগিয়ে আসা নারায়ণগঞ্জের সেই কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শারীরিকভাবে অসুস্থবোধ করায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। শনিবার (৩০ মে) তার পরীক্ষার ফলে করোনা পজিটিভ এসেছে। এর আগে তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর খোরশেদ নিজেই ফেসবুক স্টাটাস দিয়ে করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছেন। লিখেছেন, আমি আল্লাহর ইচ্ছায় করোনা পজিটিভ হয়েছি। তাই আগামী ৪ দিন আমি সশরীরে উপস্থিত না থাকলেও আমাদের দাফন, টেলিমেডিসিন, প্লাজমা সংগ্রহ, সবজি বিতরণ, মধ্যবিত্তের জন্য ভর্তুকি মূল্যে খাবার বিক্রি ও ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমার টেলিফোন ২৪ ঘণ্টা খোলা আছে। যেকোনো প্রয়োজনে আমাকে জানালে আমাদের টিম মেম্বাররা আপনাদের সমস্যা সমাধানে সচেষ্ট হবে, ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

কাউন্সিলর খোরশেদ গণমাধ্যমকে বলেন, শ‌নিবার নমুনা পরীক্ষার রিপোর্ট পেয়েছি। এতে আমার দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। শুক্রবার পর্যন্ত ৬১টি মরদেহ দাফন করেছি। বর্তমানে নিজ বাড়িতেই আইসোলেশনে আছি। বাড়িতে থেকেই চিকিৎসা নেব।

নারায়ণগঞ্জে করোনাভাইরাসের আক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই খোরশেদ ও তার টিম করোনায় আক্রান্ত মরদেহের সৎকার করে আসছে। এ পর্যন্ত তারা ৬১টি মরদেহ কবরস্থ ও সৎকার করেছেন। করোনাকালে এই কাউন্সিলরের কার্যক্রম প্রশংসা কুড়িয়েছে দেশে-বিদেশে। নিজে করোনায় আক্রান্ত হলেও সব কার্যক্রম তার টিম অব্যাহত রাখবে বলে জানিয়েছেন খোরশেদ।

বিজ্ঞাপন

কাউন্সিলর খোরশেদ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মাকসুদুল আলম খন্দকার খোরশেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর