Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জঙ্গিবাদে বিশ্বাসী হয়ে জাফর ইকবালের উপর হামলা করে ফয়জুর: র‌্যাব 


৪ মার্চ ২০১৮ ২১:২৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সিলেট : জঙ্গিবাদে বিশ্বাসী হয়ে ড. জাফর ইকবালের উপর হামলা করেছে ফয়জুর। রোববার সংবাদ সম্মেলনে র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ এ কথা জানান।

তিনি জানান, তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে র‌্যাব আরও জানায়, ফয়জুর এখন অনেকটাই সুস্থ। এ কারণে  বিকেলে তাকে জালালাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফয়জুর ছাড়া আটক বাকি দুইজনের এ ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলেও জানান এ র‍্যাব কর্মকর্তা। তবে তাদের এখনো জিজ্ঞাসাবাদ চলছে।

শনিবার রাত দুইটার দিকে হামলাকারী ফয়জুরকে একটি বেসরকারি হাসপাতাল থেকে সিলেটের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করে র‌্যাব।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর