Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালির পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ, অনিশ্চয়তার আভাস


৪ মার্চ ২০১৮ ২২:২৯

আন্তর্জাতিক ডেস্ক

নির্বাচনী প্রচারণায় অর্থনীতি, বেকারত্ব ও অভিবাসন বিষয়ে ব্যাপক আলোচনার পর অবশেষে ইতালিতে বছরের সবচেয়ে অনিশ্চিত সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

গ্রিনিচ মিন টাইম ৬ টায় ভোটগ্রহণ শুরু হয়ে রাত ১০ টায় শেষ হবে। এবারের নির্বাচনে ৪৬ মিলিয়ন ভোটার রয়েছে।

নির্বাচনে কোনো দলেরই এককভাবে প্রয়োজনীয় সংখ্যক ভোট পাওয়ার সম্ভাবনা না থাকায় ফলাফল প্রকাশে সময় লাগতে পারে। গত বছরের নতুন আইনে বলা আছে কোনো দলের এককভাবে ক্ষমতায় যেতে হলে তাকে অন্তত ৪০ ভাগ ভোট পেতে হবে।

গত বছরের ২৮ ডিসেম্বর ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা দেশটির পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করলে এ নির্বাচনের মাধ্যমে দেশটি নতুন সরকার বাছায় করবে।

 

 

এবারের নির্বাচনে ১৮টি দল অংশ নিয়েছে। যেখানে সাবেক প্রধানমন্ত্রী বেলু সকোনির ফরজা ইতালিয়া ও মাত্তে রেনছি ও ছিলেভিনির লেগানদসহ ফাইভ স্টার মোভেমেন্ট ও পিডিয়ারের মধ্যেই হবে হাড্ডা-হাড্ডি লড়াই।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর