Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু


১ জুন ২০২০ ১১:৩৫

ঢাকা: করোনা মহামারির জন্য ২ মাসের বেশি সময় বন্ধ থাকার পর চালু হয়েছে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল। সোমবার (১ জুন) সকাল থেকে ফ্লাইট চলাচল শুরু হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে দেশের চারটি এয়ারলাইন্স কোম্পানি দেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে। যার গড় হিসাব করলে অভ্যন্তরীণ রুটে প্রতিদিন আগে ১৪০টির মতো ফ্লাইট চলাচল করত। তবে গত ২০ মার্চ তিন মাসের জন্য ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে রিজেন্ট এয়ারওয়েজ। তাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে।

বিজ্ঞাপন

ফ্লাইট চালুর প্রথম দিনে অভ্যন্তরীণ রুটে কয়টি ফ্লাইট রয়েছে জানতে চাইলে মফিদুর রহমান জানান, আজ অভ্যন্তরীণ রুটে মোট ২৪টি ফ্লাইট ছিলো। যার মধ্যে ইউএসবাংলা এয়ারলাইন্সের ১০টি, বাংলাদেশ বিমানের ৬টি ও নভোএয়ারের ৮টি। কিন্তু বাংলাদেশ বিমান যাত্রী না পাওয়ায় ইতোমধ্যে ৪টি ফ্লাইট বাতিল করেছে। এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে প্রথম ফ্লাইট যায় চট্টগ্রামের উদ্দেশ্যে সকাল ৭টা ৫০ মিনিটে ২৮ জন যাত্রী নিয়ে।

ফ্লাইট চালুর বিষয়ে বাংলাদেশ বিমানের ডিজিএম তাহেরা খন্দকার সারাবাংলাকে বলেন, ‘আমাদের ঢাকা, চট্টগ্রাম ও সৈয়দপুর রুটে অর্থাৎ ৩টি রুটে ৬টি ফ্লাইট ছিলো। কিন্তু যাত্রী না পাওয়ায় চট্টগ্রাম ও সিলেট রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে। অর্থাৎ ৪টি ফ্লাইট বাতিল হয়েছে। তবে সকালে সৈয়দপুর রুটে ফ্লাইট গিয়েছে, বিকেলের ফ্লাইটও যাবে।’

বিজ্ঞাপন

বিমান বন্দরের নিরাপত্তার বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এইচএম তৌহিদ উল আহসান সারাবাংলাকে বলেন, ‘অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়েছে। যাত্রীদের সব ধরনের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা আমরা করেছি। এছাড়া স্বাস্থ্যবিধি মেনেই বিমান উড্ডয়ন করছে। শুধু তাই নয়, বিমানবন্দরে প্রবেশ থেকে শুরু করে ফ্লাইটের ভেতর পর্যন্ত জিরো টলারেন্স নীতিতে জীবাণুমুক্ত করা হচ্ছে। বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পর আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সব কিছু জীবাণুমুক্ত করে সিভিল অ্যাভিয়েশন অথরিটির সার্টিফিকেট নিয়েই ফিরতি ফ্লাইট উড্ডয়ন করছে।’

অপরদিকে, ২ মাসের বেশি সময় ধরে ফ্লাইট বন্ধ থাকলেও বাড়েনি ভাড়া। আগের ভাড়াতেই চলাচল করছে বিমান।

অভ্যন্তরীণ রুট ফ্লাইট চলাচল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর