Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক্সিম ব্যাংকের চেয়ারম্যান সপরিবারে করোনায় আক্রান্ত


১ জুন ২০২০ ১৪:০০

ঢাকা: এক্সিম ব্যাংক এবং ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, স্ত্রী, ছেলে ও পুত্রবধূসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (১ জুন) এক্সিম ব্যাংক সূত্র সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া নজরুল ইসলাম মজুমদার নিজেও করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সূত্র জানায়, প্রায় এক সপ্তাহ আগে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয় নজরুল ইসলাম মজুমদারের পরিবারে। আক্রান্তদের মধ্যে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও তার স্ত্রী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

অন্যদিকে, কয়েকদিন ধরে বাসায় চিকিৎসা নিয়েও পরিস্থিতির উন্নতি না হওয়ায় গত শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এই দম্পতির ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম এবং তার স্ত্রী।

সূত্র জানায়, সপ্তাহ খানেক আগে প্রথমে ওয়ালিদ ও তার স্ত্রীর কোভিড-১৯ এর উপসর্গ দেখা দেয়। এরপর নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রীর উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে স্বাস্থ্যকর্মীরা বাসায় এসে তাদের নমুনা নিয়ে যায়। পরীক্ষায় চার জনেরই করোনাভাইরাস পজিটিভ আসে।

এক্সিম ব্যাংক করোনাভাইরাস টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর