ঢাকা: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তবে তার শরীরের উপসর্গগুলো মৃদু হওয়ায় এখনো বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।
সোমবার (১ জুন) মাইদুল নিজেই সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশে এখন মহামারি চলছে। এই মহামারি মোকাবিলায় আমরা কাজ করে যাচ্ছি। আর তাই বিভিন্ন কাজের কারণে আমাদের বিভিন্ন স্থানে যেতে হয়। আমি সবসময়ই স্বাস্থ্যবিধি মেনেই চলতাম। তারপরও অনেকের সঙ্গেই যোগাযোগ হতো। তাই আসলে বুঝতে পারছি না কিভাবে সংক্রমিত হয়েছি।
মাইদুল বলেন, গত কিছুদিন থেকে জ্বর, সর্দি ও মাথা ব্যথা ছিল। তাই গতকাল (রোববার) নমুনা পরীক্ষা করাতে দিয়েছিলাম। সেই নমুনা পরীক্ষার ফলাফল আজ পজিটিভ এসেছে। আমি এখনো বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন।
আরও পড়ুন-