Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝুঁকি নিয়েই অফিস করছেন এনবিআর ও দুদক কর্মকর্তারা


৩ জুন ২০২০ ১৯:২৮

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টানা ৬৬ দিন বন্ধ থাকার পর গতকাল খুলেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আতঙ্ক রয়েছে তাদের মাঝে। সব স্বাস্থ্যবিধি মানার পরও সরকারি কর্মকর্তাদের মধ্যে রয়েছে অজানা আতঙ্ক। তারা মনে করছেন, ঝুঁকি নিয়েই কাজ করছেন। তবে শতভাগ স্বাস্থ্যবিধি মানছেন বলেও দাবি করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (১ জুন) এনবিআর ও দুদক কর্মকর্তারা সারাবাংলার সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

জানতে চাইলে দুদক পরিচালক ও সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টচার্য্য সারাবাংলাকে বলেন, আমাদের থার্মাল স্ক্যানিং করা হচ্ছে। এরপর অফিসে কর্মকর্তারা প্রবেশ করছে। অফিসে সামাজিক দূরত্ব মানার পাশাপাশি সবাই মাস্ক পরছেন। সব কাজ চলছে। তবে দুদকে দুর্নীতিবাজদের জিজ্ঞাসাবাদের কাজটি আপাতত বন্ধ রয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে অফিস পরিচালনার জন্য সাত সদস্যের একটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। কমিশনের প্রশাসন বিভাগের মহাপরিচালক জহির রায়হানকে আহ্বায়ক করে এরই মধ্যে টিম গঠন করাও হয়েছে। টিমের সদস্যরা হলেন— দুদকের গোয়েন্দা ইউনিটের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী, পরিচালক (অর্থ) মোহাম্মদ আবদুল আওয়াল, উপপরিচালক (প্রশাসন) শেখ মুহাম্মদ হুমায়ুন কবীর, উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. মাসুদুর রহমান, ডা. অনুপ কুমার বিশ্বাস ও সহকারী পরিচালক (প্রশাসন) সৈয়দ নজরুল ইসলাম।

এদিকে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা বলছেন, বোর্ডে যেসব কর্মকর্তারা অফিস করছেন তারা স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চলছেন। তবে যেসব কাস্টমস ও ভ্যাট অফিস রয়েছে, সেখানে শতভাগ স্বাস্থ্যবিধি মানা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছেন। কেননা কাস্টমস ও ভ্যাট অফিসগুলোতে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে। তাই চাইলেও সামাজিক দূরত্ব শতভাগ নিশ্চিত করা যায় না। ফলে এনবিআরের কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তারা রয়েছেন করোনার সর্বোচ্চ ঝুঁকিতে।

এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মোমেন সারাবাংলাকে বলেন, আমরা গতকাল থেকে অফিস করছি। আমাদের কোনো সমস্যা নেই। মন্ত্রণালয়ের নির্দেশনা মেনেই আমরা কাজ করছি।  অফিসে ঢোকার সময় স্যানিটাইজেশন করা ও কোনো কর্মকর্তা রুমে এলে সামাজিক দূরত্ব বিধিমালা মানা হচ্ছে। তবে ঝুঁকি তো আছেই। আর সেই ঝুঁকির মধ্যেই আমাদের কাজ করতে হচ্ছে।

বিজ্ঞাপন

অফিস এনবিআর করোনা সংক্রমণের ঝুঁকি দুদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর