Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক পাচারকারীর মৃত্যু


২ জুন ২০২০ ০৩:০২

প্রতীকী ছবি

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির সঙ্গে ‘বন্দুকযু‌দ্ধে’ এক রোহিঙ্গা মাদক পাচারকারীর মৃত্যু হয়েছে। এসময় ৮০ হাজার পিস ইয়াবা, একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বি‌জি‌বি।

সোমবার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বাইশফাঁড়ির চেয়ারম্যানের গোদা নামকস্থানে এ ঘটনা ঘ‌টে। নিহত রোহিঙ্গা আব্দুর রহমান (২৫) কক্সবাজা‌রের কুতুপালং শরণার্থী শিবিরের বাসিন্দা ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ ও বি‌জিবি জানায়, সীমান্তে মাদক পাচার হচ্ছে— এমন খবর পেয়ে নায়েক সুবেদার আবুল বাশারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বাইশফাঁড়ি এলাকার চেয়ারম্যানের গোঁদার পাড়ে গেলে সেখানে মাদক পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় বিজিবিও পাল্টা গুলি করলে সেখানে আব্দুর রহমান মারা যান।

সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বিজিবি’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন রোহিঙ্গা ডাকাত নিহত হওয়ার ঘটনার কথা শু‌নে‌ছি। ত‌বে এখ‌নো লাশ উদ্ধার করা যায়‌নি।

বন্দুকযুদ্ধ মাদক পাচারকারী রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর