Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ম দিনে বিক্ষোভ, আরও সেনা সমাগমের হুমকি ট্রাম্পের


২ জুন ২০২০ ১২:৪৩

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশি নির্যাতনের মুখে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া বিক্ষোভ টানা সপ্তম দিনে গড়িয়েছে। গোটা আমেরিকায় ছড়িয়ে পড়া এই আন্দোলনকে নিয়ন্ত্রণে স্থানীয় সরকার ব্যর্থ হওয়ার পর, দেশব্যাপী সেনা সমাগমের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১ জুন) হোয়াইট হাউজের রোজ গার্ডেন থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই হুমকি দিয়েছেন তিনি। খবর সিএনএন।

বিজ্ঞাপন

এদিকে, নিজেকে আইনের শাসনের সর্বময় অধিকারী এবং শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের মিত্র হিসেবে ঘোষণা করে ট্রাম্প বলেছেন, রাজপথে এই বিশৃঙ্খলা দমনে মার্কিন সেনাবাহিনী মাঠে নামবে। জনগণের জান-মালের নিরাপত্তা দিতে যেহেতু স্থানীয় সরকার ব্যর্থ হচ্ছে, তাই সমস্যার দ্রুত সমাধানের জন্য সেনাবাহিনীকেই ডাকতে হবে।

এর আগে, ওয়াশিংটন ডিসির রাস্তায় নেমে আসা হাজারো বিক্ষোভকারী ন্যায়বিচারের দাবিতে হোয়াইট হাউজের সামনে অবস্থান নেন। তাদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ টিয়ার গ্যাস, ফ্ল্যাশ গ্রেনেড, রাবার বুলেট ছোড়ে। জবাবে বিক্ষোভকারীরা কয়েকটি অবকাঠামো ও একটি চার্চে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশকে লক্ষ করে পাথর নিক্ষেপ করে।

সোমবার ওই চার্চ পরিদর্শনে যান প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে একটি বাইবেল হাতে নিয়ে তিনি বলেন, আমরা দুনিয়ার অন্যতম সেরা দেশের নাগরিক। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার যে দায়িত্ব আমি পেয়েছি, তার সর্বোত্তম প্রতিদান নিশ্চিত করা হবে।

ট্রাম্প আরও বলেন, জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে কাজ করছে তার প্রশাসন। দোষীদের অবশ্যই আইনের আওতায় এনে প্রাপ্য শাস্তি নিশ্চিত করা হবে।

অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প চার্চ থেকে হোয়াইট হাউজে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই কয়েকটি সেনাবাহিনীর কনভয় পেনসিলভেনিয়ার দিকে যাত্রা করে বলে জানিয়েছে সিএনএন। এছাড়াও, যুক্তরাষ্ট্রের ৪০ শহরে কারফিউ জারি করা হয়েছে। ওয়াশিংটন ডিসিসহ ২৪ অঙ্গরাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে পাঁচ সহস্রাধিক ন্যাশনাল গার্ডের সদস্য। নিউইয়র্কে কারফিউয়ের মেয়াদ বেড়েছে মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা পর্যন্ত। ওয়াশিংটনে কারফিউ বলবৎ থাকবে আরও দুই দিন।

বিজ্ঞাপন

আরও পড়ুন –

আমেরিকায় গণবিক্ষোভের মুখে প্রধান প্রধান নগরীগুলোতে কারফিউ

অ্যান্টিফাকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র

আমেরিকায় ৪ সহস্রাধিক বিক্ষোভকারী আটক, ১৫ অঙ্গরাজ্যে সেনা মোতায়েন

জর্জ ফ্লয়েড ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র হোয়াইট হাউজ

বিজ্ঞাপন

মেগা নিলাম শেষে কোন দল কেমন হলো?
২৬ নভেম্বর ২০২৪ ১৫:১১

আরো

সম্পর্কিত খবর