Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু, শনাক্ত রেকর্ড ২৯১১ জন


২ জুন ২০২০ ১৪:৫১

ঢাকা: একদিনে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৯১১ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫২ হাজার ৪৪৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ৩৭ জন, এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৭০৯ জন।

মঙ্গলবার (২ জুন) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বুলেটিনে বিভিন্ন তথ্য তুলে ধরেন।

বিজ্ঞাপন

ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে ১২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৭ জন। এদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭০৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৫২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১১ হাজার ১২০ জন সুস্থ হয়েছেন।

করোনাভাইরাস শনাক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর