Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু, নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ


২ জুন ২০২০ ১৫:০০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তবে চিকিৎসাধীন অবস্থায় তার কাছ থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই পুলিশ সদস্যের মৃত্যু হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আবু বক্কর সিদ্দিক সারাবাংলাকে জানিয়েছেন, মৃত পুলিশ সদস্য নগরীর সদরঘাট থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বয়স ৪৫ বছর। বাড়ি ফেনী জেলার পরশুরাম উপজেলায়।

গত ১৯ মে তিনি করোনার উপসর্গ নিয়ে নগরীর দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ২৭ মে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ২৮ মে তার নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ পাওয়া যায়নি মর্মে ল্যাব থেকে প্রতিবেদন আসে। এরপরও তিনি চমেক হাসপাতালেই ছিলেন।

পুলিশ কর্মকর্তা আবু বক্বর সিদ্দিক জানিয়েছেন, মৃত পুলিশ সদস্যকে সিএমপির ব্যবস্থাপনায় তার গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হচ্ছে।

করোনা উপসর্গ নিয়ে মৃত্যু করোনা নেগেটিভ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পুলিশ সদস্যের মৃত্যু সিএমপি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর