Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসামে ভূমিধস, ২০ জনের মৃত্যু


২ জুন ২০২০ ১৬:০০

ভারতের আসামের দক্ষিণে বরাক উপত্যকায় ভূমিধসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিন জেলায় তিন পরিবারের ১১ শিশু ও তিন নারী রয়েছেন। মঙ্গলবার (২ জুন) এ খবর জানিয়েছে এনডিটিভি।

আসাম রাজ্যের তিন জেলা কাছার, হাইলাকান্দি ও করিমগঞ্জে কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারনেই এই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

https://youtu.be/C5EkjaMAU5E

ওই দুর্ঘটনায় মৃতদের মধ্যে কাছার ও হাইলাকান্দি জেলার সাত জন করে এবং করিমগঞ্জ জেলার ছয়জন রয়েছেন। এছাড়াও ভূমিধসে আহত হয়েছেন আরও বহু মানুষ।

এদিকে, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলগুলোতে পৌঁছেছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে এনডিটিভি।

অন্যদিকে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এ রাজ্যে প্রলয়ঙ্করী বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যেই রাজ্যের ৩৪৮ গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ২৭ হাজার হেক্টর জমির ফসল।

আসাম করিমগঞ্জ কাছার টপ নিউজ ভূমিধস মৃত্যু হাইলাকান্দি