Saturday 16 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার উপসর্গ নিয়ে প্রবীণ আইনজীবীর মৃত্যু


২ জুন ২০২০ ১৬:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা ও প্রবীণ আইনজীবী কবির চৌধুরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি হৃদরোগ এবং করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

মঙ্গলবার (২ জুন) সকাল ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৮৬ বছর বয়সী এই আইনজীবীর মৃত্যু হয়।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব সারাবাংলাকে জানান, গত ৩০ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি বার্ধক্যজনিত রোগ হৃদরোগে ভুগছিলেন। তার মধ্যে করোনার উপসর্গও ছিল।

কবীর চৌধুরী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। তিনি বার কাউন্সিলের সদস্য ছিলেন। চট্টগ্রাম আদালত অঙ্গনে রাজনৈতিক দলমত নির্বিশেষে তিনি সবার শ্রদ্ধার পাত্র ছিলেন।

বিজ্ঞাপন

বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য কবির চৌধুরী ১৯৯১ সালে চট্টগ্রামের আনোয়ারা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর