Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই জেলায় ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন ৩ ডাকাত নিহত


৫ মার্চ ২০১৮ ১০:১১

ডেস্ক রিপোর্ট

ঢাকা : ব্রাহ্মণবাড়িয়া ও বরগুনায় পুলিশ ও র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন তিন ডাকাত নিহত হয়েছে। সোমবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বরগুনার পাথরঘাটা উপজেলায় পৃথক ঘটনা ঘটে।

বরগুনায় র‍্যাব-৮ জানায়, সোমবার ভোরে পাথরঘাটার বলেশ্বর নদের মাঝেরচরে জলদস্যু ‘হাসান বাহিনীর’ সঙ্গে র‍্যাবের বন্দুকযুদ্ধ হয়। এতে দুই জলদস্যু নিহত হয়। নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। হাসান বাহিনী সুন্দরবন অঞ্চলে সক্রিয়। ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি র‍্যাব।

এদিকে ভোররাতে নবীনগরের পূর্ব কাইততলার হাওরভাঙা সেতুর কাছে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জাভেদ মিয়া নামের এক ডাকাত নিহত হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার জানান, গতকাল রোববার রাত আটটার দিকে জাভেদ মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ডাকাত দলের কাছে থেকে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ।

হাওরভাঙা সেতুর কাছে পৌঁছালে পুলিশের দলের ওপর গুলি চালায় জাভেদ মিয়ার সহযোগী ডাকাতেরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলির মধ্যে জাভেদ মিয়া নিহত হন।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর