Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট


২ জুন ২০২০ ১৯:০৬

ঢাকা: ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচ জনের মৃত্যুর ঘটনার ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ১৪ জুনের মধ্যে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এছাড়া আইজিপি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসকে এ বিষয়ে পৃথক পৃথক প্রতিবেদন দিতেও বলা হয়েছে। এরপর ওই এ বিষয়ে শুনানির দিন ঠিক করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ, তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট নিয়াজ মাহমুদ ও শাহিদা সুলতানা শীলা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

গত ২৭ মে রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণের আগুনে পাঁচ জনের মর্মান্তিক মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের জন্য ৫ কোটি টাকা করে ক্ষতিপূরণ, ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশনা চেয়ে গত ৩০ মে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী নিয়াজ মাহমুদ ও শাহিদা পারভীন শিলা।

রিটে স্বাস্থ্য সচিব, ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট ১২ জনকে বিবাদী করা হয়।

ইউনাইটেড হাসপাতাল মৃত্যু রোগী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর