Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্তদের হেনস্থা করলে ‘কঠোর হবে’ সিএমপি


২ জুন ২০২০ ২০:৪৩ | আপডেট: ২ জুন ২০২০ ২০:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্তদের হেনস্থার অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। অভিযোগ জানানোর জন্য দুটি হটলাইন নম্বর চালু করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কমিশনার মো. মাহাবুবর রহমানের এ নির্দেশনার কথা জানিয়েছেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক।

এডিসি বক্কর সারাবাংলাকে বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে, বিভিন্ন সংস্থা ও ব্যক্তি আইসোলেশন সেন্টার স্থাপন ও লকডাউন বাস্তবায়নে বাধা দিচ্ছে। অনেক বাড়িওয়ালা করোনায় আক্রান্তদের বা তাদের পরিবারকে অপদস্থ করছে। আমরা এসব একেবারেই বরদাশত করব না।’

বিজ্ঞাপন

ভুক্তভোগী যে কেউ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হটলাইন (০১৪০০-৪০০৪০০  ০১৮৮০৮০৮০৮০) নম্বরে এ সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কঠোর করোনা সিএমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর