চট্টগ্রামে করোনায় আক্রান্ত চিকিৎসকের মৃত্যু
৩ জুন ২০২০ ১৬:৩৪
চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি লিউকোমিয়া রোগেও ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বুধবার (৩ জুন) দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত চিকিৎসক চট্টগ্রামের বেসরকারি একটি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে সহযোগী অধ্যাপক পদে কর্মরত ছিলেন।
চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ সারাবাংলাকে বলেন, ‘একমাস আগে উনি অসুস্থ হয়ে পড়েন। গত সপ্তাহে জ্বর বেড়ে গেলে উনাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। আনুষঙ্গিক কিছু টেস্ট করানোর পর আমরা দেখতে পাই, উনার মধ্যে রক্তে অস্বাভাবিক সেল এর উপস্থিতি আছে। এটা একধরনের লিউকোমিয়া। আনফরচুনেটলি নমুনা পরীক্ষায় উনার কোভিড-১৯ও শনাক্ত হয়। তবে কোভিড-১৯ এর প্রভাব শরীরে বেশি ছিল না। প্রচুর রক্ত দেওয়া হয়েছে। আইসিইউতে উনি মারা গেছেন।’
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী সারাবাংলাকে বলেন, ’২৯ মে উনার নমুনা নেওয়া হয়। ৩০ মে উনি কোভিড-১৯ রোগী হিসেবে শনাক্ত হন। আজ (বুধবার) উনি মারা গেছেন।’