Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার বিপর্যয় ঠেকাতে চট্টগ্রামে সেনা মোতায়েনের দাবি নোমানের


৩ জুন ২০২০ ১৭:৫৭

চট্টগ্রাম ব্যুরো: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে মানবিক বিপর্যয় এড়াতে চট্টগ্রাম মহানগরীকে রেড জোন ঘোষণা করে দুই সপ্তাহের জন্য সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

বুধবার (৩ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বর্ষীয়ান রাজনীতিক আবদুল্লাহ আল নোমান এই দাবি জানিয়েছেন। একান্ত সচিব নুরুল আজিম হিরু গণমাধ্যমে নোমানের এই বিবৃতি পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেন, ‘চট্টগ্রামে করোনা রোগীদের জন্য পর্যাপ্ত আইসিইউ ফ্যাসিলিটি নেই। উন্নত চিকিৎসার ব্যবস্থাও নেই। গত কয়েকদিনের ব্যবধানে চট্টগ্রামে উপযুক্ত চিকিৎসা না পেয়ে অনেকেই মৃত্যুবরণ করেছেন।’

মানবিক বিপর্যয় থেকে বন্দরনগরীর মানুষকে বাঁচাতে চট্টগ্রাম মহানগরীকে রেড জোন চিহ্নিত করে অন্তঃত দুই সপ্তাহের জন্য সেনা মোতায়েনের দাবি জানান নোমান।

এছাড়া বেসরকারি হাসপাতালের মালিকদের দুর্যোগময় মুহূর্তে সেবার মনোভাব নিয়ে করোনায় আক্রান্তদের চিকিৎসা দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

আব্দুল্লাহ আল নোমান করোনা রেড জোন চট্টগ্রাম মহানগরী রেড জোন সেনা মোতায়েন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর