কুয়ালালামপুর থেকে এলো ১৪০ বাংলাদেশি
৩ জুন ২০২০ ১৯:৫৬
ঢাকা: মালয়েশিয়ার কুয়ালালামপুরে আটকে পড়া ১৪০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বুধবার (৩ জুন) সন্ধ্যায় সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) তাহেরা খন্দকার।
তিনি জানান, মালয়েশিয়ার কুয়ালালামপুরে কিছু বাংলাদেশি আটকা পড়েছিলেন। বাংলাদেশ বিমানের একটি চাটার্ড ফ্লাইটে করে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের চাটার্ড ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাদের সবাইকে হোম কোয়ারেন্টিইনে থাকতে বলা হয়েছে।
এর আগে, গত ৩১ মে দুবাই থেকে আসে ২৬২ বাংলাদেশি। ২২ মে ভারতের কলকাতা থেকে আসেন ৭৪ বাংলাদেশি, ১৬ মে মালদ্বীপ থেকে আসেন ৩৫৩ বাংলাদেশি, ১২ মে মুম্বাই থেকে আসেন ৮৮ জন, ৫ মে বিকেলে দিল্লি থেকে আসেন ১৩০ জন, ৩ মে সন্ধ্যায় মুম্বাই থেকে আসেন ১৫২ জন, একই দিন বিকেলে কলকাতা থেকে আসেন ৫৯ জন এবং ২ মে ভারতের দিল্লিতে আটকা পড়া ১৫১ বাংলাদেশি নাগরিক বাংলাদেশ বিমানে করে দেশে ফেরেন।