Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন সিডিএ কর্মকর্তার মৃত্যু


৩ জুন ২০২০ ২০:৩২

চট্টগ্রাম ব্যুরো: শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না সেটা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫৭ বছর বয়সী এই কর্মকর্তার মৃত্যু হয়।

জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জামাল মোস্তফা জানিয়েছেন, ‘শ্বাসকষ্ট নিয়ে সিডিএর ওই কর্মকর্তাকে মঙ্গলবার বিকেলে হাসপাতালে নেওয়া হয়। শুরু থেকেই তাকে আইসিইউ সাপোর্টে রাখা হয়েছিল। তবে জেনারেল হাসপাতালে নেওয়ার আগে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’

করোনা মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর