চট্টগ্রামে মৃত পুলিশ সদস্যের নমুনায় করোনা শনাক্ত
৪ জুন ২০২০ ১৬:৫৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে মৃত এক পুলিশ সদস্যের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে চারজন পুলিশ সদস্যের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
গত সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই পুলিশ সদস্য মারা যান। নমুনা সংগ্রহের সাতদিন পর বৃহস্পতিবার নমুনার পরীক্ষার ফলাফলে তিনি করোনায় সংক্রমিত ছিলেন বলে জানা গেছে।
মৃত মামুন উদ্দিন (২৮) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে কর্মরত ছিলেন।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) আবু বক্কর সিদ্দিক সারাবাংলাকে জানিয়েছেন, গত ২৯ মে পুলিশ কনস্টেবল মামুনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে ওই নমুনা পরীক্ষার ফলাফল জানা গেছে।
মৃত মামুনের বাড়ি ফেনী জেলার পরশুরাম উপজেলায়। তিনি ২০১২ সালে পুলিশ কনস্টেবল পদে যোগ দিয়েছিলেন।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে কনস্টেবল মামুনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।