বিহঙ্গ পরিবহনের বাসচাপায় নিহত ২ জনের পরিচয় মিলেছে
৪ জুন ২০২০ ১৭:২০
ঢাকা: রাজধানীর বাংলামোটরে বিহঙ্গ পরিবহনের বাসচাপায় নিহত দুইজনের পরিচয় মিলেছে। এরা হলেন বেলায়েত (৫২) ও অন্যজন মকছুদুর রহমান (৪২)।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম দুজনের পরিচয় শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
আমিনুল ইসলাম জানান, মৃত বেলায়েতের পরিচয় শনাক্ত হয় মুঠোফোনে নম্বরের সূত্র ধরে। তার বাড়ি বরিশালের মুলাদি উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামে। তিনি মেশিনে সরিষার তেল ভাঙিয়ে বিক্রি করতেন।
নিহত অপরজনের নাম মকছুদুর রহমান (৪২)। ঢামেক মর্গে মৃতদেহ শনাক্ত করেন তার ভাগিনা হাবিবুল্লাহ খান। মকছুদুরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়। তিনি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন।
বৃহস্পতিবার দুপুরে বাংলামোটরে বিহঙ্গ পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।
দুর্ঘটনাটি সম্পর্কে এক প্রত্যক্ষদর্শী জানান, শাহবাগের দিক থেকে আসা একটি বাস মগবাজার থেকে আসা মোটরসাইকেলটিকে বাংলামোটর এলাকায় ধাক্কা দেয়। এতে দুইজন মারা যান। বাসের ধাক্কায় একজন আহত হয়েছেন বলেও জানান ওই প্রত্যক্ষদর্শী।
পুলিশ ঘটনাস্থল থেকে বাসচালককে গ্রেফতার করেছে।