Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মস্তিষ্কে রক্তক্ষরণ, অস্ত্রোপচার চলছে মোহাম্মদ নাসিমের


৫ জুন ২০২০ ১২:১২ | আপডেট: ৫ জুন ২০২০ ১২:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটেছে। রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে। তবে তিনি কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন বলে জানা গেছে।

শুক্রবার (৫ জুন) সারাবাংলাকে এসব তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আরও পড়ুন- সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনায় আক্রান্ত

তিনি বলেন, আজ ভোরে মোহাম্মদ নাসিম ব্রেন স্ট্রোক করলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। জরুরিভিত্তিতে তাই এখন অপারেশন চলছে। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছে পরিবার।

বিজ্ঞাপন

মোহাম্মদ নাসিমের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে স্ট্রোক করেন তিনি। ওই সময় সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. রাজিউল হকের অধীনে তার অস্ত্রোপচার শুরু হয়।

উল্লেখ্য, ১ জুন জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। সেখানেই করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রাতে ওই পরীক্ষার ফল পজিটিভ আসে। এর আগে তার স্ত্রীও করোনা পজিটিভ হয়েছিলেন।

অস্ত্রোপচার করোনা পজিটিভ টপ নিউজ মস্তিষ্কে রক্তক্ষরণ মোহাম্মদ নাসিম স্ট্রোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর